২০১৮ সালের ১ নভেম্বর মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১২০ একর জমিতে শুরু হয় শেখ হাসিনা তাঁতপল্লি প্রকল্প। ভূমি অধিগ্রহণ, মাটিভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের পর সরকার পরিবর্তনের কারণে গত দেড় বছর ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। তাঁতশিল্প গড়ে তোলার উদ্দেশ্যে নেওয়া এই প্রকল্প এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং সেখানে কৃষকরা তরমুজ চাষ করছেন। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে এবং উন্নয়ন কার্যক্রম থেমে গেছে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কাজ বন্ধ হয়ে যায়। কৃষকরা জানান, তাঁরা জমি দিয়েছেন ও ক্ষতিপূরণ পেয়েছেন, কিন্তু প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। বর্তমানে প্রকল্পটির নাম পরিবর্তন করে হাজি শরীয়তউল্লাহ তাঁতপল্লি করার প্রক্রিয়া চলছে, তবে নতুন কোনো কাজ শুরু হয়নি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্পের বিস্তারিত তথ্য এখনও সংগ্রহাধীন। স্থানীয়রা আশা করছেন, সরকার দ্রুত কাজ শুরু করলে এ অঞ্চলে উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।