পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদ জামায়াত-ই-ইসলামি (জেআই) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মানবাধিকার, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকারের জন্য স্বাধীনভাবে কাজ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। গ্লোবাল সি ফ্লোটিলায় অংশ নেওয়ার সময় ১৯ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেন তিনি, যদিও দলটি তা এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। ইসরায়েলে আটক হয়ে পাকিস্তানে ফিরে আসার পর মুশতাক বলেন, এটি তার জীবনের এক আবেগঘন সিদ্ধান্ত। তিনি দলের কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ নেই বলেও স্পষ্ট করেন। জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমানের সঙ্গে তার সম্পর্কও ভালো আছে বলে জানান তিনি। মুশতাক ১ লাখ “ফিলিস্তিন কমিটি” গঠনের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, সাধারণ মানুষকে ফিলিস্তিনের ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ করতে চান। গাজা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিলম্বিত প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি হামাসের অবিচল সংগ্রামকেই বর্তমান সাফল্যের মূল বলে অভিহিত করেন।