উপদেষ্টা আদিলুর রহমান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ শুরু করেছে, নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবে। গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর জনগণের ফলশ্রুতিতে যে কাজগুলো করা দরকার অন্তর্বর্তী সরকার সেগুলো শুরু করেছে। এর মধ্যে অনেকগুলো কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন বাধা অতিক্রম করে আমরা আজ জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি। আরো বলেন, আমরা একটা ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। কখনো উপরের দিকে ওঠে আবার কখনো নিচের দিকে নেমে যায়। আমি বিশ্বাস করি জাহাজ নির্মাণ শিল্প আগামীতে আরো শক্তিশালী হয়ে দেশের অর্থনীতিকে মজবুত করবে। উল্লেখ্য, তুরস্কের কাছে একটি জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রফতানিকৃত জাহাজটি ৫৫০০ টন ক্ষমতাসম্পন্ন। এটি ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রশস্ত এবং ২৫ ফুট গভীর।