Web Analytics
নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকারকে দলীয় প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কারপত্রে বলা হয়, ২৪ জানুয়ারি লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় রঞ্জিত কুমার সরকার অশালীন বক্তব্য দেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকা নেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপি নেতারা দলীয় কর্মীদের রঞ্জিত কুমার সরকারের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!