বেনাপোল স্থলবন্দরে আগের নিয়মে আবারও সন্ধ্যার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীদের তীব্র আপত্তি ও সীমান্তে বাণিজ্যিক অচলাবস্থা দেখা দেওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ পূর্বের সাময়িক সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। গত সপ্তাহে পূর্ব ঘোষণা ছাড়াই সন্ধ্যা ছয়টার পর বাণিজ্য সীমিত করায় সীমান্তে যানজট তৈরি হয় এবং প্রতিদিন ট্রাক প্রবেশ সংখ্যা ৪০০–৪৫০ থেকে কমে ১৬০–১৮০-এ নেমে আসে। এতে ফল, সবজি, ওষুধ ও কাঁচামালের মতো দ্রুত পচনশীল পণ্যের পরিবহন ঝুঁকিতে পড়ে। ব্যবসায়ী ও রপ্তানিকারকরা জানান, আগের নিয়মে ফিরলে সময় ও ব্যয় দুইই নিয়ন্ত্রণে থাকবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিদ্ধান্ত প্রত্যাহারের পর বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নির্বিঘ্ন বাণিজ্যের উদ্যোগ চলছে।