Web Analytics
কঙ্গোর পূর্বাঞ্চলীয় নর্থ কিভু প্রদেশের রুবায়ায় কোল্টান খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটি বুধবার ধসে পড়ে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।

নর্থ কিভু প্রদেশে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানান, ধসের পর কিছু মানুষকে সময়মতো উদ্ধার করা হয়েছে এবং প্রায় ২০ জন আহতকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এম২৩ নিযুক্ত গভর্নর ইরাস্তন বাহাতি মুসাঙ্গা শুক্রবার এএফপিকে বলেন, কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে, তবে মোট নিহতের সংখ্যা তিনি জানাননি।

প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টা রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা দুই শতাধিক হতে পারে। খনিশ্রমিক ফ্রাংক বলিঙ্গো বলেন, এখনো অনেকেই খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!