বিএনপি নেতা আবদুল মঈন খান বলেছেন, আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মত্যাগ করেছে সেই ছাত্র সমাজের ৮০-৯০ ভাগ বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা মুখে বলেনি তারা বিএনপি ছিল। তারা সাধারণ মানুষের পরিচয় দিয়েছে। বাংলাদেশ কারও একক সম্পত্তি নয়। যারা একক মনে করে তারা মারাত্মক ভুল করছে। পিআর পদ্ধতি ইস্যু হতে পারে, তবে সেটিকে ব্যবহার করে গণতন্ত্রের আকাঙ্ক্ষায় বিভ্রান্তি সৃষ্টি করা দেশের আদর্শবিরোধী। তিনি বলেন, বিএনপির লাখো নেতা-কর্মী মামলার শিকার হলেও অন্য দলের ক্ষেত্রে তা হয়নি। অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, পিআর দাবিকারী দলগুলো ড. ইউনুসকে ফাঁদে ফেলতে এবং তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত।