মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যেসব দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে রয়েছে, শুধুমাত্র সেসব দেশের ওপরই শুল্ক আরোপ করা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত ন্যায্য এবং বেশিরভাগ মানুষই তা বোঝেন। তিনি স্বীকার করেন, এতে কিছু মানুষের ক্ষতি হয়েছে, তবে সামগ্রিকভাবে এটি সঠিক পদক্ষেপ বলে মনে করেন।
ট্রাম্প জানান, কিছু ক্ষেত্রে শুল্কের হার কমানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, সুইজারল্যান্ডের ওপর শুরুতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা কমানো হয়, কারণ তিনি মানুষের ক্ষতি চান না। বক্তব্যে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রই পুরো বিশ্বকে টিকিয়ে রাখছে।
বিবিসি সূত্রে প্রকাশিত এই বক্তব্যে ট্রাম্প তার বাণিজ্যনীতির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ন্যায্যতা ও জাতীয় স্বার্থকে শুল্কনীতির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন।