তিস্তা নদী রক্ষায় দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা—লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি পয়েন্টে একযোগে ১০৫ কিলোমিটারজুড়ে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই প্রতীকী কর্মসূচিতে অংশ নেন লক্ষাধিক মানুষ। তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, তিস্তা এখন জাতীয় ইস্যু; সরকারের ধীরগতি ও অবহেলায় নদী ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। নভেম্বরের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের স্লোগান ছিল— “জাগো বাহে তিস্তা বাঁচাও, তিস্তার পানির ন্যায্য হিস্যা চাও!”