দেশে ভয়াবহ আকারে বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। ৪৬ শতাংশের ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণ তামাক সেবন। অনেকে ধোঁয়াযুক্ত তামাক ছেড়ে জর্দা খান, জর্দা-গুলও প্রাণঘাতী। ক্যান্সার আক্রান্ত নারীদের শতকরা ৬০ শতাংশই জর্দা ও গুলে আসক্ত! সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণা প্রধান খালেকুজ্জামান বলেন,, বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যান্সার নিবন্ধন না থাকায় প্রতিবেশী দেশগুলোর তথ্য ব্যবহার করতে হয়। এর ফলে জানা যায় না সঠিক পরিস্থিতি। তিনি আরো জানান দেশে মৃত্যুর ১২ শতাংশ ক্যান্সার আক্রান্ত রোগী। শীর্ষে রয়েছে ফুসফুস, পাকস্থলী ও শ্বাসনালীর ক্যান্সার। ক্যান্সার আক্রান্ত রোগীদের ৬০ শতাংশ কমবাইন্ড চিকিৎসা নিয়েছে, ৭.৪ শতাংশ কোনো চিকিৎসাই নেয়নি। এই সময় তিনি বলেন, সব ধরনের তামাকই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।