তিস্তা প্রকল্প সম্বন্ধে অংশীজনদের নিয়ে সোমবার রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় অংশীজনরা নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান। অন্যদিকে পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন বলেছেন, এ প্রকল্প ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলবে না। কারণ এটা একটা বাণিজ্যিক প্রকল্প। যে প্রকল্পে মানুষের উপকার হয়, সে প্রকল্পে ভূরাজনৈতিক প্রেক্ষাপট গৌণ। অংশীজনরা বলেন, তিস্তা অববাহিকার দুই কোটি মানুষের জীবন-জীবিকা বাঁচাতে এই অন্তর্বর্তী সরকারের আমলেই এ প্রকল্পের কাজ উদ্বোধন করতে হবে। সোলার প্যানেলের নামে হাজার হাজার একর জমি দখলের গ্রিন কার্ড দিয়েছে বিগত সরকার। তা বাতিল করে নদীকে নদীর মতো চলতে দিতে হবে।