ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম। বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট ও তল্লাশি চৌকির কার্যক্রম ঘুরে দেখেন। বারিধারার বাসা থেকে বের হয়ে বনানী, বিজয় স্মরণী, মানিক মিয়া এভিনিউ, কলাবাগানসহ অনেকগুলো এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মরতদের সাথে কথা বলেন উপদেষ্টা, বিভিন্ন দিকনির্দেশনা দেন।