Web Analytics
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মোট ৯৪ হাজার আবেদন জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা পর্যন্ত এই আবেদন সম্পন্ন হয়। আবেদন প্রক্রিয়া আজ রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে বলে নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে কোটা ছাড়া মোট আসন রয়েছে ৮৯০টি এবং বিভিন্ন কোটায় অতিরিক্ত ১০৭টি আসন সংরক্ষিত। বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৪ হাজার ৮২৭ জন, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৩৯০ আসনের বিপরীতে ৩৬ হাজার ৭০০ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১২ হাজার ৪৭৩ জন আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি থেকে শুরু হবে এবং এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৩। আবেদন প্রক্রিয়া শেষ হলে আসন বণ্টন ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন সংশোধনের সুযোগ থাকবে ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।

Card image

Related Videos

logo
No data found yet!