মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়ে জানিয়েছে যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে কোনো টেস্ট বা নির্বাচনি পরীক্ষা আপাতত নেওয়া যাবে না। রোববার ৯ নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস স্বাভাবিকভাবে চলবে এবং কোনো ধরনের নির্বাচনি পরীক্ষা নেওয়া থেকে প্রতিষ্ঠানগুলোকে বিরত থাকতে হবে। বোর্ড জানায়, নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নির্দেশনায় বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোকে তা কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি প্রক্রিয়ায় সমন্বয় আনা এবং বিভ্রান্তি এড়ানোই বোর্ডের লক্ষ্য।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।