বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটি শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থগিত কমিটির সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, কমিটি স্থগিতের বিষয়ে তিনি এখনো অফিসিয়ালি কিছু জানেন না।
এই সিদ্ধান্তের ফলে শেরপুর জেলা বিএনপির কার্যক্রম আপাতত স্থগিত থাকবে এবং পরবর্তী নির্দেশনার জন্য কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।