মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে, সেগুলো সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন তরুণরা দেখেছে তা বাস্তবায়নে তাদের ভূমিকা রাখার সুযোগ আছে। তরুণরা বিশ্বাঙ্গনে প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিবে এই আশাও তিনি ব্যক্ত করেন।