অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জুলাই পরবর্তী সময়ে দেশে নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই প্রেক্ষাপটে মানবাধিকার কমিশন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটি না করে অন্তর্বর্তী সরকার অনেক পিছিয়ে গেছে। দেবপ্রিয় বলেন, গত একবছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি। অতীতে নাগরিকদের চাপে পরে যে কমিশন গঠন হয়েছে সেটাও নখদন্ত্যহীন মানবাধিকার কমিশন। অন্য বক্তরা বলেন, মানবাধিকার কমিশনে শ্রমিকের অধিকার নেই। পাহাড় এবং সমতলকে মানবাধিকারের অদৃশ্য দেয়াল দিয়ে বেধে দেয়া হয়েছে। মানবাধিকার কমিশন কোন মানদণ্ডে কাকে নিয়োগ দেয়া হবে, সেটা আরও স্পষ্ট হওয়া উচিত।