পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করে অনলাইনে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে আট সাংবাদিক ও ইউটিউবারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। শুক্রবার ঘোষিত এই রায়ে আদালত জানায়, অভিযুক্তরা অনলাইনে এমন কার্যক্রম চালিয়েছিলেন যা পাকিস্তানি আইনে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে গণ্য। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তাদের কর্মকাণ্ড সমাজে ভয় ও অস্থিরতা সৃষ্টি করেছে। অধিকাংশ আসামি পাকিস্তানের বাইরে থাকায় তারা বিচারপ্রক্রিয়ায় উপস্থিত ছিলেন না।
দোষীদের মধ্যে রয়েছেন সাবেক সেনাকর্তা ও ইউটিউবার আদিল রাজা ও সৈয়দ আকবর হুসেন, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, ভাষ্যকার হায়দার রেজা মেহদি এবং বিশ্লেষক মইদ পিরজাদা। আদালত রায়ে উল্লেখ করেছে, ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর তার সমর্থকেরা যে সহিংস বিক্ষোভ চালিয়েছিলেন, তা সেনা শিবিরে হামলার মতো ঘটনার জন্ম দেয় এবং আসামিরা সেই সহিংসতায় উস্কানি দিয়েছিলেন।
এর আগে ২০২৩ সালের ২০ ডিসেম্বর তোষাখানা দুর্নীতি-২ মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়; তারা বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি।