এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, এনসিপি এমন সংবিধান চায়, যেখানে ক্ষমতার ভারসাম্য ও গণমানুষের অধিকার সমুন্নত থাকবে। আর জুলাই সনদ নিয়ে শুধু মৌখিক অঙ্গীকার নয়, এটিকে আইনি ভিত্তি দিতে হবে। তিনি বলেছেন, বিদ্যমান সংবিধানের ভিত্তিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নতুন সংবিধানের বিষয়ে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে আরেক নেতা জাবেদ রাসিন বলেন, এনসিপি কোন দলের সাথে জোট বা পিআর নিয়ে যুগোপৎ আন্দোলনে যাবে না। তবে এনসিপি উচ্চকক্ষে পিআর এর বাস্তবায়ন চায়। আখতার হোসেনও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় উচ্চকক্ষে এনসিপির পিআর পদ্ধতি চাওয়ার কথা জানান।