বাংলাদেশ পুলিশের নতুন লৌহ রঙের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ নতুন ডিজাইনকে প্রশংসা করেছেন, আবার অনেকে একে অপ্রয়োজনীয় ব্যয় বলে সমালোচনা করেছেন। সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদাসহ বিশেষজ্ঞরা বলেছেন, পোশাক বদল আচরণ বা কর্মদক্ষতা পরিবর্তন করে না; বরং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত করাই জরুরি। অনেকেই অভিযোগ করেছেন, এবার পোশাক পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি এবং রঙের কারণে নিরাপত্তা প্রহরীদের সঙ্গে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ২০ শতাংশ সদস্য নতুন পোশাক পেয়েছেন এবং ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সব সদস্যকে নতুন পোশাক সরবরাহের লক্ষ্য রয়েছে। বিশ্লেষকদের মতে, প্রকৃত সংস্কার না হলে এই পরিবর্তন পুলিশের ভাবমূর্তি বা আচরণে তেমন প্রভাব ফেলবে না।