আজ বুধবার আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সাথে ছিলেন গুমের শিকার ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। একটি ঘর দেখিয়ে সুপ্রিম কোর্টের এই ভুক্তভোগী আইনজীবী বলেন—‘এখানে আমাকে আট বছর বন্দি করে রাখা হয়েছিল। দিনের বেলা চোখ বেঁধে রাখতো, সর্বক্ষণ পিছমোড়া করে বেঁধে হাতকড়া পরিয়ে রাখত। নামাজের সময় পর্যন্ত দিত না। প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, ‘আমি রোগা ছিলাম। মাঝে মাঝে টাফ হয়ে যেত। এ রকম হতো যে, ২৪ ঘণ্টা চোখ বেঁধে, হাত বেঁধে বসিয়ে রাখতে। উঠতে দিতো না, দাঁড়াতে দিত না। কেন প্রশ্ন করলে বলতো, স্যার আসবেন। কেউ আসলে বুঝতে পারতাম পেছন থেকে কেউ আসছে, মোবাইলের রিংটোনের আওয়াজ হচ্ছে। দামি পারফিউমের ঘ্রাণ পেতাম...এখানে তো প্রস্রাব-পায়খানার গন্ধ নাকে আসতো। উল্লেখ্য ৬ আগস্ট ছাড়া পেয়েছেন তিনি।