জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নিহত তানিফা আহমেদ ছিলেন জুলাই বিপ্লবের অগ্রসৈনিক ও বীর সেনানী; তার এ বীরত্ব গাঁথা দেশ ও জাতি চিরদিন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। উল্লেখ্য, গণঅভ্যুত্থানে মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ তার মামা শামীমসহ লোহাগাড়ার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সেলিম উদ্দিন বলেন, মৃত্যু যেভাবেই হোক তা আল্লাহর ফয়সালা অনুযায়ী নির্ধারিত সময়েই হয়ে থাকে। আর দুর্ঘটনাতে কারো কোনো হাত নেই। তিনি বলেন, শোকে কাতর না হয়ে আমাদেরকে মরহুমের স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে আত্মনিয়োগ করতে হবে। তিনি নিহত পরিবারের পাশে থাকতে সম্ভব সবকিছু করার আশ্বাস প্রদান করেন।