Web Analytics
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ সোমবার শহীদ শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির মৃত্যুর ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে সিআইডিকে এই নমুনা সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ।

আবেদনে উল্লেখ করা হয়, ১২ ডিসেম্বর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন হাদি। পরে ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান। ১৯ ডিসেম্বর তাঁর মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর ময়নাতদন্ত সম্পন্ন হয়।

আদালত বলেন, ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিএনএ নমুনা সিআইডির প্রোফাইলিং ল্যাবে সংরক্ষণ করা প্রয়োজন। এ প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের চিফ ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিক বিভাগকে।

Card image

Related Videos

logo
No data found yet!