মালয়েশিয়া ২০২৫ সালের অক্টোবর থেকে বিদেশি কর্মীদের জন্য কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) অবদান বাধ্যতামূলক করতে যাচ্ছে। নিয়োগকর্তা ও কর্মচারী উভয়কেই মাসিক বেতনের ২% করে দিতে হবে, যা প্রায় ২০ লাখ বৈধ অভিবাসী শ্রমিকের জন্য দীর্ঘমেয়াদি অবসর সঞ্চয়ের সুযোগ তৈরি করবে। তবে গৃহকর্মীরা এর বাইরে থাকবেন। বৈধ পাসপোর্ট ও অনুমোদিত ওয়ার্ক পাস থাকা বাধ্যতামূলক। নীতিটি সামাজিক সুরক্ষা জোরদার করবে এবং জাতীয়তা নির্বিশেষে ন্যায্য অবসর সুবিধা নিশ্চিত করবে। কার্যকর বাস্তবায়নের জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থা, এনজিও ও নিয়োগকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। নিবন্ধন অনলাইনে বা অফিসে সম্ভব হবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে থাম্বপ্রিন্ট আপডেট বাধ্যতামূলক। বিশেষজ্ঞরা একে শ্রমনীতি সংস্কারের ঐতিহাসিক পদক্ষেপ বললেও বাস্তবায়নে চ্যালেঞ্জ থেকে যাবে।