সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটি ফেলে সড়ক চলাচল বন্ধ করে রাখার প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলায় সাত সাংবাদিক আহত হয়। এ ঘটনায় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে। আহতরা হলেন- সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, সেলিম তালুকদার, শাহান আলী, মো. সাহেব আলী, হিরু খন্দকার ও জাহাঙ্গীর হোসেন। রাসেল বলেন, নরিনা মধ্যপাড়ায় যানবাহনের জটলা দেখতে পেয়ে সামনে গিয়ে দেখি রাস্তায় মাটি ফেলে যানবহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাশে দাঁড়িয়ে কয়েকজন স্থানীয় যুবককে দ্রুত মাটি সরিয়ে নিতে বলায় ইমরাম (২০) ও জামিল (২২) নামের দুই যুবক তর্কে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর রবি ও খায়রুল অতর্কিত হামলা চালায়।