ফরিদপুরের ভাঙ্গায় রোববার থেকে টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণার প্রধান সমন্বয়কারী, আলগীর ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিকি মঞ্জিকে ডিবি আটক করেছে। শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে সার্বিক অচলাবস্থা কাটাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে দুটি সশস্ত্র যান এবং একটি জলকামান নামানো হয়েছে। জানা গেছে, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামরিদী ইউনিয়ন পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার সন্ধ্যায় তৃতীয় দফায় তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেন মঞ্জি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।