যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বুধবার গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল জানায়, রাফাহ সীমান্তের কাছে হামাস যোদ্ধাদের হামলায় চার সেনা আহত হওয়ার পর পাল্টা হামলা চালানো হয়। তেল আবিব রাফাহ সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিলেও কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ছাড়তে পারবেন, কোনো ত্রাণ প্রবেশ করতে পারবে না। মিশর এই সিদ্ধান্তকে মার্কিন শান্তি পরিকল্পনার পরিপন্থি ও একতরফা বলে সমালোচনা করেছে। এদিকে হামাস যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরাইলি জিম্মির মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করেছে। গাজার আল-মাওয়াসি ক্যাম্পে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে কয়েকটি তাঁবু পুড়ে যায় এবং দুই শিশুসহ পাঁচজন নিহত হন। হামাস এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে। গাজার কর্তৃপক্ষ জানায়, ১০ অক্টোবর থেকে ইসরাইল অন্তত ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এতে ৩৬০ জন নিহত ও ৯২২ জন আহত হয়েছেন।