গণমাধ্যম সংস্কার কমিশন আইপিটিভি ও অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচারের নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন সাতটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে নিবন্ধন নীতিমালা হালনাগাদ, বার্ষিক নবায়ন বাতিল এবং সরকারি বিজ্ঞাপন বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করা রয়েছে। তারা অনলাইন মিডিয়ার যথাযথ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করেছে এবং স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানিয়েছে। কমিশন আগের নিবন্ধন পর্যালোচনা ও ট্রেড লাইসেন্স ফি নিরপেক্ষ করারও সুপারিশ করেছে।
এবিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি দেখার উদ্যোগ নেয়ার কথা জানানো হয়েছে। ওখানে বলা হয়েছে:
"প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন।
গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনি বাস্তবায়নযোগ্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।"