কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তৃতীয় বিভাগের দল তালাভেরাকে ৩–২ ব্যবধানে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। কোচ জাভি আলোনসো এই ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন আনেন। বেঞ্চে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম ও অঁরেলিয়ে চুয়ামেনি। অনুপস্থিত ছিলেন গোলরক্ষক থিবো কোর্তোয়া, ফলে আন্দ্রে লুনিনকে নামানো হয়।
দুই গোলে পিছিয়ে পড়েও তালাভেরা সমতায় ফেরে নাহুয়েল আরোয়ো মাজোরা ও গঞ্জালো ডি রেঞ্জোর গোলে। তবে শেষ পর্যন্ত এমবাপ্পের দ্বিতীয় গোল রিয়ালকে জয় এনে দেয়। রিয়ালের আরেকটি গোল আসে তালাভেরার আত্মঘাতী উপহারে। ম্যাচটি রিয়ালের আক্রমণভাগের শক্তি যেমন দেখিয়েছে, তেমনি রক্ষণভাগের দুর্বলতাও প্রকাশ করেছে।
এই জয়ে কোপা দেল রের শেষ ষোলোয় জায়গা পাকা করল রিয়াল মাদ্রিদ। একাধিক প্রতিযোগিতায় লড়াইয়ের মধ্যে আলোনসোর দল এখন পরবর্তী রাউন্ডের প্রস্তুতি নিচ্ছে, যেখানে এমবাপ্পের ধারাবাহিক ফর্মই তাদের বড় ভরসা।