বদিউল আলম মজুমদার বলেন, সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাতদুষ্ট হবে। আর এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। আরো বলেন, পুরোনো পদ্ধতিতে চললে আগের মতই নির্বাচন হবে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। মজুমদার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনই একমাত্র অংশীজন না। রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা পালন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এছাড়া মাঠপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে, চাইলেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব।