স্বাধীনতার ৫৩ বছর পরেও জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে এক বাণীতে বলেন, দেশের অগণিত দেশপ্রেমিক শহীদ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি স্মরণ করেন সেসব মা-বোনদের, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আরো বলেন, বারবার ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও অবৈধ শক্তি জনতার লক্ষ্য পূরণ করতে দেয়নি। তারেক বলেন, জিয়াউর রহমানকে হত্যার পরে বেগম খালেদা জিয়ার সফল ও সার্থক নেতৃত্বে গণতন্ত্র পুণরুদ্ধারের ধারা সূচিত হলেও গণতন্ত্রের শত্রুদের কারণে স্থায়ী ও মজবুত গণতান্ত্রিক কাঠামো তৈরি করা সম্ভব হয়নি। তাদের দেশ থেকে খেদিয়ে আবার নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে।