নয়াদিল্লিতে এক আলোচনা সভায় ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও, যেকোনো শক্তি যদি ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। শ্রিংলা জামায়াতে ইসলামী দলের ভূমিকাকে উল্লেখ করে বলেন, একটি চিতা তার দাগ বদলায় না—তেমনি জামায়াতও তার চরিত্র বদলাবে না। তিনি বলেন, এটা ঠিক যে, যেই ক্ষমতায় আসুক আমরা তার সঙ্গে কাজ করব। কিন্তু যদি কেউ ভারতের স্বার্থবিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে আমাদের সজাগ থাকতে হবে।