সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাস ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে পড়ে আগুন ধরে যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে আসা যাত্রী। দুর্ঘটনাটি মুফরিহাত এলাকায় ঘটে, যখন অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন এবং আগুন লাগার পর বেরিয়ে আসার সুযোগ পাননি। নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০টি শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে সঠিক সংখ্যা যাচাই চলছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন যাত্রী জীবিত উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তেলেঙ্গানা সরকার রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় করে সহায়তা কার্যক্রম চালাচ্ছে।