শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মুক্তি পাওয়া বন্দিরা হলেন, আলেকজান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়ার হর্ন। উভয় পক্ষের যোদ্ধাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তায় কোনো সমস্যা ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়েছে। রেডক্রসের প্রতিনিধিদের কাছে জিম্মিদের হস্তান্তর সম্পর্কিত নথিতে স্বাক্ষর করেন হামাসের এক জ্যেষ্ঠ সদস্য। তারপর ফিলিস্তিনিদের উদ্দেশ্যে জিম্মিরা সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর গাড়িতে চড়ে ইসরাইলে প্রবেশ করেন। বিপরীতে ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরাইলের।