জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে চলমান নির্বাচনি প্রচারে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নেই। বুধবার বিকেলে রাজধানীর বাড্ডায় প্রচার শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রার্থী বা তাদের সমর্থকদের ওপর হামলা ও হয়রানির পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে গণভোটে ‘হ্যাঁ’তে সিল মারার আহ্বান জানান।
নাহিদ ইসলাম জানান, মঙ্গলবারের পর থেকে সারা দেশে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং ১১ দলীয় ঐক্যজোটের নারী কর্মীদের ওপর হামলা ও হয়রানি চলছে। তিনি বলেন, ঢাকা-১৮ ও ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থীদেরও আক্রমণ করা হয়েছে। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, পেশিশক্তি ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে নির্বাচনে বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন একপক্ষীয় হয়ে পড়বে এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে না। নির্বাচিত হলে তিনি সংস্কার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন।