কর্তৃত্ববাদী শাসকেরা যখন বিশ্বব্যাপী শক্তিশালী হচ্ছে তখন বাংলাদেশসহ কিছু দেশ উৎখাত করেছে ফ্যাসিবাদী শাসন। ২৪ সালে স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নীত হওয়া চার দেশের মধ্যে তিনটিই দক্ষিণ এশিয়ার। তিনটি দেশ হলো: বাংলাদেশ, ভুটান এবং শ্রীলংকা। অপরটি সিরিয়া। ওয়াশিংটন গবেষণা সংস্থা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ২০২৫ সালে ১০০-এর মধ্যে ৪৫ সংস্কার পেয়েছে। ২৩ সালে এই পয়েন্ট ছিল ৪০, তবে শ্রেণী পরিবর্তন হয়নি। স্বাধীনতার সূচক মানে সবচেয়ে বেশি উন্নীত হওয়া দেশের তালিকায় নাম থাকলেও বাংলাদেশ এখনো রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতা চর্চায় আংশিক স্বাধীন দেশ।