সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা তাহসিনা রুশদীর লুনা নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় নিজের মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ৪৯২ টাকা। ঢাবির সাবেক ডেপুটি রেজিস্ট্রার ও বর্তমানে অবসরপ্রাপ্ত এই প্রার্থী উল্লেখ করেছেন, তার নিজ নামে কোনো বাড়ি নেই। হলফনামায় তিনি ৪০ ভরি স্বর্ণালংকার (বিবাহসূত্রে প্রাপ্ত), ১৭ লাখ ৭০ হাজার ৪৬৪ টাকা নগদ অর্থ—এর মধ্যে ছেলের কাছ থেকে নেওয়া ঋণ ১৩ লাখ ৫০ হাজার টাকা—এবং নিজের নামে একটি গাড়ির তথ্য দিয়েছেন।
হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের অর্জনমূল্য ১ কোটি ১৩ লাখ ৭৬ হাজার ১৫৭ টাকা এবং বর্তমান বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ ১১ হাজার ৫৮ টাকা। স্থাবর সম্পদের বর্তমান মূল্য ৮৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। যৌথ মালিকানার সম্পদের মূল্য ৩৪ হাজার ২০০ টাকা। তার বার্ষিক আয় ৯ লাখ ৫২ হাজার ৩৮৭ টাকা এবং কোনো মামলা নেই বলে উল্লেখ করেছেন।
এই আসনে মোট নয়জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে সম্পদে শীর্ষে আছেন তাহসিনা রুশদীর লুনা, আর আয়ে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস শহীদ, যার বার্ষিক আয় ৫০ লাখ টাকা।