মৌলভীবাজারের জুড়ী উপজেলার মধ্যবিত্ত খামারি চেরাগ আলীর খামারের ৩৩৫টি হাঁস অজ্ঞাত শত্রুর ছিটানো বিষ খেয়ে মারা যায়। এতে তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন। ১৩ নভেম্বর ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানতে পারেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠান। তার নির্দেশে ১৮ নভেম্বর বিকেলে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নিপার রেজা ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ চেরাগ আলীর হাতে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। চেরাগ আলী জানান, তিনি প্রায় ১৩-১৪ বছর ধরে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করছেন এবং এই সহায়তা তাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে।