রাজধানীর একটি সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক ও সরকারি তহবিল থেকে নারী উদ্যোক্তাসহ পরিবেশবান্ধব ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। ‘ভয়েসেস ফর চেঞ্জ: পুটিং ক্লাইমেট অ্যাকশন, উইমেন এন্ট্রাপ্রেনারস অ্যান্ড এসএমই ইন বাংলাদেশিজ পাবলিক পলিসি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, নারী উদ্যোক্তা বৃদ্ধি মানে শুধু সংখ্যা নয়, বরং তাদের দৃশ্যমানতা ও সুযোগ বাড়ানোই মূল লক্ষ্য।
তিনি উল্লেখ করেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কর্মসংস্থানের প্রধান উৎস, যার ৫০ থেকে ৬০ শতাংশ সম্ভাবনা নারীদের জন্য। নারীরা ঋণ পরিশোধে সাফল্য দেখিয়েছেন—এটি প্রমাণিত সত্য বলে তিনি মন্তব্য করেন এবং তাদের জন্য ঋণ সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
ফরিদা আখতার আরও বলেন, জলবায়ু পরিবর্তন প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে মৎস্য খাতে। তিনি কার্বন নিঃসরণ কমাতে গবাদিপশুর খাদ্যাভ্যাস উন্নয়নের উদ্যোগের কথা উল্লেখ করে নারীদের জলবায়ু সহনশীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।