সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দেবেন। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলকে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গুম করে শতাধিক মানুষ হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দায়ে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবারের শুনানিতে জিয়াউলের আইনজীবী মনসুরুল হক ও নাজনিন নাহার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান, দাবি করেন প্রসিকিউশন তার সম্পৃক্ততা প্রমাণ করতে পারেনি। অপরদিকে প্রসিকিউশন জানায়, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং বিচার শুরু করার আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত ১৪ জানুয়ারি আদেশের জন্য দিন নির্ধারণ করে।
এর আগে ৪ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানিতে জিয়াউলের বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ তোলে, যার মধ্যে ‘গেস্টাপো’ ও ‘গলফ’ কোডনামে পরিচালিত অভিযান এবং সুন্দরবনে অন্তত ৫০ জন হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত।