দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে ৮৩২ ভরি (প্রায় ৯,৭০৭ গ্রাম) স্বর্ণ উদ্ধার করেছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, এসব স্বর্ণালংকার ও সোনার নৌকা, হরিণসহ অলংকার শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদের নামে জমা ছিল। এখন এসব সম্পদের বৈধতা যাচাই শুরু হয়েছে। ২০০৭ সালে শেখ হাসিনা তাঁর সম্পদ বিবরণীতে অগ্রণী ও পূবালী ব্যাংকে তিনটি লকারের কথা উল্লেখ করেছিলেন। আদালতের নির্দেশে দুদক কর্মকর্তারা, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনটি লকার খোলা হয়। পূবালী ব্যাংকের লকারে একটি খালি পাটের ব্যাগ ছাড়া কিছু পাওয়া যায়নি। উদ্ধার করা স্বর্ণ বর্তমানে ব্যাংক কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।