কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে আমপাল গ্রামে এ ঘটনা ঘটলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, সুরুজ ফকিরের বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি তাহেরীর আগমনকে প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। জুমার নামাজের পর শুরু হওয়া মিছিলটিতে সুরুজ ফকিরের অনুসারীরা হামলা চালায়। পরে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাহের বিরোধীদের বক্তব্য শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে, মাহফিল আয়োজকের দাবি মাজার ভাঙার খবর পেয়ে ভক্তবৃন্দরা বাঁধা দেয়, এতে তাদের ৭-৮ জন আহত হয়!