জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ দখল নিয়ে অভিযোগ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। এই মন্তব্যের সমালোচনা করে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত্যাগী বলেছেন, পাক সেনার নির্দেশে মিথ্যা দাবি করছেন পাকিস্তানের নেতারা। ‘এটা দুর্ভাগ্যজনক যে, এমন একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে। ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে।’ ত্যাগী আরও বলেন, পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘিত হয়, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হয় এবং রাষ্ট্রপুঞ্জের দ্বারা নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। অন্য দেশ নিয়ে জ্ঞান দেওয়ার কোনও জায়গা পাকিস্তানের নেই।