দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং ৩২১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬০-এ পৌঁছেছে এবং মোট আক্রান্ত হয়েছেন ১৫,৯০৬ জন। সর্বাধিক আক্রান্ত হয়েছেন বরিশালে (১১০ জন), এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,২৪১ জন ডেঙ্গু রোগী। তথ্য অনুযায়ী, ঢাকার বাইরে আক্রান্তের হার ঢাকার তুলনায় বেশি।