গাজীপুরের টঙ্গীতে এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানান, এটি মূলত ‘প্যানিক অ্যাটাক’-এর কারণে ঘটে। অসুস্থ শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটির পর কারখানাটি সোমবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিজা শারমিন জানান, বেশিরভাগ শ্রমিক ‘প্যানিক অ্যাটাক’-জনিত অসুস্থতায় ভুগছেন, যাদের মধ্যে কেউ কেউ শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় আক্রান্ত। শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছে। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, পঞ্চম তলায় কয়েকজন অসুস্থ হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ফ্লোরের আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ শ্রমিকদের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।