প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামি জাতীয় নির্বাচন ও গণভোটকে দেশের জন্য ঐতিহাসিক ও নির্ধারক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। জেলা প্রশাসকদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন এবং এর মাধ্যমে জাতির ভবিষ্যৎ নির্ধারিত হবে। তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার নির্দেশ দেন তিনি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহের কথাও উল্লেখ করেন ইউনূস। তিনি বলেন, এই নির্বাচনে সফলতা অর্জনই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি পূরণের পথ এবং স্বাধীন জাতি হিসেবে টিকে থাকার শর্ত।