মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধদের থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব চলাকালে জান্তা-বিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত মানুষ উৎসবে অংশ নিচ্ছিলেন এবং জান্তা শাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। ঠিক তখনই একটি মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে দুটি বোমা নিক্ষেপ করা হয়, যা মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। উদ্ধারকারীরা মঙ্গলবার সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে মানবদেহের খণ্ডাংশ সংগ্রহ করেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে সেনা জান্তার বিরুদ্ধে গণতন্ত্রকামী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াই চলছে। স্থানীয় সংবাদমাধ্যম ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, যদিও জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী ২৮ ডিসেম্বর নির্ধারিত জাতীয় নির্বাচনকে বিরোধীরা সাজানো বলে আখ্যা দিয়েছে এবং তা প্রতিহতের হুমকি দিয়েছে।