আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করছে। মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও তারা নির্বাচন দিচ্ছে না। তিনি বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখতে হবে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ভবিষ্যতে আর কখনো কোন দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না। আরো বলেন, স্বৈরাচারের আমলে কোথাও কেউ সরকারি ও বেসরকারি চাকরির জন্য আবেদন করলে তার পরিবারের ভেতরে ডিএনএ টেস্ট করে নেওয়া হতো। সেই পরিবার আওয়ামী লীগ করে কিনা। বিএনপির নাম গন্ধ থাকতো তাহলে তার চাকরি গত ১৭ বছরে হয়নি।