কোনো আবেগতাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে যেন কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়- সে ব্যাপারে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে জনমনে তৈরি প্রশ্ন ও শঙ্কার কথা উল্লেখ করে সবার সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকারের স্বচ্ছ ও সাহসী ভূমিকা প্রয়োজন। তারেক রহমান শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হলে শুধু স্লোগানে নয়, জ্ঞান ও দক্ষতায় নিজেদের গড়ে তুলতে হবে। তিনি মুক্তিযোদ্ধাদের মতোই ২০২৪ সালের শহীদদের স্মরণ করে বলেন, তাদের রক্তের ঋণ শোধ করতে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া প্রয়োজন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুনর্বাসনের জন্য একটি ফান্ড গঠনের প্রস্তাব দেন।