অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় এক ভারতীয় নাগরিকের খোলা স্থানে মলত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দা কার্টার ভিডিওটি ধারণ করে ফেসবুকে পোস্ট করেন, যেখানে দেখা যায় ওই ব্যক্তি একটি বাড়ির সামনে ঝোপের পাশে বসে আছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি দাবি করেন, তিনি শুধু প্রস্রাব করছিলেন, তবে কার্টারের মতে, তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি মলত্যাগ করছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়—অনেকে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন, আবার কেউ কেউ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন, যা সমালোচনার জন্ম দেয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ অস্ট্রেলিয়ায় জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ এবং এ ধরনের অপরাধে সর্বোচ্চ ২৫০ অস্ট্রেলীয় ডলার জরিমানা হতে পারে। এখনো জানা যায়নি, ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না।